আটঘরিয়ায় যথাযথ মর্যাদায় শেখ রাসেল দিবস পালিত 

0 ৭৭
পাবনা  প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলায় শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১৮ অক্টোবর)  সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্র্যালী দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলার নির্বাহী অফিসার নাহারুল ইসলাম।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ এর সঞ্চালনায় এসময় বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান টুটুল,
থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মেহেদী হাসান,
সমাজ সেবা অফিসার ইসমত জেরিন, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী,  মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান,
আনসার ভিডিপি অফিসার জেসমিন আক্তার, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া,  দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান প্রধান মাহতাব উদ্দিন, ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক অসিকুল ইসলাম প্রমুখ।
উক্ত দিবসে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক /শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

Leave A Reply

Your email address will not be published.