আত্রাইয়ে জামায়াতের দুই নেতা গ্রেফতার

0 ৭৫
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে। বুধবার রাতে নাশকতা সৃষ্টির লক্ষে চলা গোপন বৈঠক থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। গ্রেফতারকৃতরাসহ ৪৪জনকে আসামী করে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুর রহমান সরকার জানান, নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াতের লোকজন গোপন বৈঠক করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃধবার রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের আমপুর এলাকা থেকে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়। এসময় অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কান্দওলমা গ্রামের পরশ মন্ডলের ছেলে আব্দুর রশিদ মন্ডল (৩৫) এবং পার-কাসুন্দা গ্রামের শফির সরদারের ছেলে সাইফুল সরদার (৪৫)। এঘটনায় থানা পুলিশের পক্ষ থেকে এজাহারনামীয় ৯জন এবং অজ্ঞাতনামা আরো ৩০/৩৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.