আত্রাইয়ে বিক্রয় সময় ইলিশ মাছ জব্দ

0 ৮৫
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ন‌ওগাঁর আত্রাইয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ বিক্রির সময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাটে এই অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করা হয়।
পরে জব্দ করা ইলিশ মাছ দুপুরে উপজেলার আত্রাই মদিনাতুল উলুম মাদ্রাসার এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন, মা ইলিশ সংরক্ষণ ও প্রজনন মৌসুমে ইলিশের বংশবৃদ্ধিতে সহায়তার লক্ষ্যে ১২ অক্টোবর থেকে  ০২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন সারা দেশে ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা অমান্য করে
আহসানগঞ্জ হাটে ইলিশ মাছ বিক্রির সময় মাছগুলো জব্দ করা হয়। পরে স্থানীয় এতিমখানায় মাছগুলো দিয়ে দেওয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.