আলমডাঙ্গা পৌরসভার শহর সমন্বয় কমিটির সমন্বয় সভা

0 ১৯০

আলমডাঙ্গা প্রতিনিধি: আলমডাঙ্গা পৌরসভার শহর সমন্বয় কমিটি Town Level Co-Ordination Committee (T.L.C.C) সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট ২০২৩-২৪ অর্থবছরে প্রস্তাবিত বাজেট সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ অনুষ্ঠানে নগর উন্নয়নের কার্যকারী ভূমিকা রাখতে ৫ টি প্রকল্পের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। নগর পরিকল্পনায় আলমডাঙ্গা পৌরসভায় তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর),গুরুত্বরপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (L.D.D.P) এর আওতায় পৌরসভার অনুকূলে ছাগল হাট, মাংস বাজার, কাঁচাবাজার সেড নির্মাণ কাজ সংক্রান্ত আলোচনার পাশাপাশি গভার্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এন্ড রিকভারি প্রজেক্ট সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায়  আলমডাঙ্গা পৌরসভাধীন কমিউনিটি হলরুমে  সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা পৌর মেয়র জনাব হাসান কাদির গনু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব  রনি আলম নূর।

সভায় প্রস্তাবিত বাজেট পাঠ শেষে বক্তব্য রাখেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, পৌর নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক রবিউল হক, বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, প্যানেল মেয়র মজিবুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌর উপ-সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান,  প্রমুখ।

এর আগে আলমডাঙ্গা পৌরসভার হিসাবরক্ষক আবুল কালাম আজাদ ৬৯ কোটি চৌদ্দ লাখ ০৩ হাজার ৮৪৮ টাকা প্রস্তাবিত খসড়া বাজেট পেশ করেন। বাজেটের সম্ভাব্য একই অর্থ ব্যয় ৬৯ কোটি চৌদ্দ লাখ ০৩ হাজার ৮৪৮ টাকা।

পৌরসভার বাজেটকে ঘিরে আয়ের উপর ভিত্তি করে পৌর নগর উন্নয়নে এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আলমডাঙ্গা পৌরসভা আয় করবে ট্যাক্স থেকে ৯৫ লাখ ৬০ হাজার ২০৫ টাকা, রেইট ৯০ লাখ টাকা, ফিস বাবদ ৬১ লাখ ৭০ হাজার টাকা, সম্পত্তি  হতে আয় ১ লাখ টাকা, বিভিন্ন ইজারা হতে ৪ কোটি ৮৭ লাখ টাকা, অন্যান্য আয় ২ কোটি ৫ লাখ ৭০ হাজার টাকা, পানি সরবরাহ ১৫ লাখ ২৫ হাজার টাকা, সরকারি অনুদান ৫৫ কোটি ৯৯ লাখ ২০ হাজার টাকা, আগত তহবিল ৩ কোটি ৫৮ লাখ ৬৪৩ টাকা। সর্বমোট পৌরসভার আয় ৬৯ কোটি ১৪ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা।

এদিকে পৌর নগরীর উন্নয়ন ব্যায় ধরা হয়েছে ৬৯ কোটি ১৪ লাখ ৩ হাজার ৮৪৮ টাকা। আয় ব্যায় যৌথ অনুযায়ী সাধারণ স্থাপন নির্মাণে ৬ কোটি ৫৮ লাখ ৪০ হাজার, স্বাস্থ্য ও পয়নিস্কাশন ৪৯ লাখ টাকা। এছাড়াও শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি বরাদ্দ ৩৩ লাখ টাকা, ত্রাণ সাহায্য ও অনুদান ৪৩ লাখ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে ব্যায় ধরা হয়েছে ৩৮ লাখ ৯০ হাজার, পানি সরবরাহ খ্যাতে ১৬ লাখ ২৫ হাজার। এছাড়াও পৌর শহরে অবকাঠামো উন্নয়নে নির্মাণ কাজে ৫৮ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা। সমাপনি স্থিতি অর্থের পরিমাণ ২ কোটি ২৫ লাখ ২৮ হাজার ৮৪৮ টাকা।

এবারের বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নগর উন্নয়নে প্রথম শ্রেণী থেকে আদর্শ মডেল ডিজিটাল পৌরসভা রুপান্তর করার লক্ষ্যে রাস্তা মেরামত ও সংস্কার করণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, বিদ্যুতায়নের মাধ্যমে শহরে আলোকিত করন। এছাড়াও পৌরসভার অডিটোরিয়াম, কমিউনিটি সেন্টার, পিকনিক কর্ণার, অত্যাধুনিক মার্কেট নির্মাণ, পৌর পুলিশ ফাঁড়িসহ কমিউনিটি হাসপাতাল (প্রাঃ) লিমিটেড নির্মাণের পাশাপাশি স্বাস্থ্য খ্যাতে উন্নতি করণে এ্যাম্বুলেন্স ক্রয় উল্লেখ যোগ্য। ইতো মধ্যে আলমডাঙ্গা পৌরসভার নতুন ভবন নির্মাণকে কেন্দ্র করে সরকার অর্থ বরাদ্দ করেছে, জমি অধিগ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.