আস্থা ভোট আয়োজনের ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

0 ১৮৮

১১ জন সংসদ সদস্য (এমপি) সমর্থন প্রত্যাহারের পর আস্থা ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন।

আজ বুধবার এক টেলিভিশন ভাষণে মহিউদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। এতে দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ আহমদ শাহ সমর্থন দিয়েছেন। খবর স্ট্রেইট টাইমসের।

মহিউদ্দিন বলেন, ‘সম্প্রতি আমার প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ সম্পর্কে আমি অবগত আছি। এ কারণে আমি রাজাকে বলেছি, উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইন মেনে আস্থা ভোট হওয়া প্রয়োজন।’

মহিউদ্দিন আরও বলেন, ‘আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট অধিবেশন শুরু হলে এই আস্থা ভোটের আয়োজন করা হবে। এটি আমার রাজনৈতিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ এবং আমি তা মেনে নিচ্ছি। কারণ অধিকাংশ আইনপ্রণেতার আমার প্রতি সমর্থন রয়েছে।’

উল্লেখ, করোনাভাইরাস মাহামরি মোকাবিলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনার অভাব এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা জারির অভিযোগে মহিউদ্দিনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ চলছে।

Leave A Reply

Your email address will not be published.