‘ইউক্রেনের আরও উন্নত অস্ত্র থাকলে যুদ্ধ শেষ হয়ে যেত’

২১৭
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন—দেশটির কাছে যদি ‘রাশিয়ার তুলনায় আরও উন্নতমানের অস্ত্রশস্ত্র থাকত, তাহলে আমরা এরই মধ্যে এ যুদ্ধ শেষ করে ফেলতাম।’ মঙ্গলবার রাতে নিয়মিত ভিডিও ভাষণে এ কথা বলেন জেলেনস্কি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, ‘গণতন্ত্রপন্থি বিশ্বনেতাদের সঙ্গে আমার সব সাক্ষাত্কার ও আলোচনায় দুঃখজনক হলেও সত্য যে, অংশীদারেরা বছরের পর বছর ধরে (অস্ত্রশস্ত্র) মজুদ করলেও, ইউক্রেন তাদের কাছে অস্ত্র চাইতে বাধ্য হয়েছে।’

জেলেনস্কি বলেন, মিত্র দেশগুলোর কাছে যদি ইউক্রেনকে দেওয়ার মতো প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ থাকে, তাহলে ‘(ইউক্রেনের) স্বাধীনতা রক্ষা করা এবং হাজার হাজার ইউক্রেনীয়র প্রাণ বাঁচাতে (অস্ত্র দিয়ে) সহায়তা করা তাদের নৈতিক দায়িত্ব।’

এ ছাড়া জেলেনস্কি জানান, তাঁর দেশ যদি আগামী সপ্তাহগুলোতে তাদের দেওয়া প্রতিশ্রুত অস্ত্র হাতে পায়, তাহলে হাজার হাজার মানুষের জীবন বাঁচবে।

প্রেসিডেন্ট জেলেনস্কি আরও জানান, দনবাসের খারকিভ এবং দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়া গোলাগুলির তীব্রতা বাড়িয়েছে; এমনকি বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করেও গোলাগুলি চলছে বলে জানান জেলেনস্কি।

এ ছাড়া জেলেনস্কি বলেন, ‘মারিউপোলের কয়েক হাজার বাসিন্দাকে রুশ-নিয়ন্ত্রিত এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। তাদের ভাগ্যে কী হয়েছে, এখনও জানা যায়নি।’

ইউক্রেনের মারিউপোল শহরে এখনও সশস্ত্র অবস্থায় থাকা ইউক্রেনীয় সেনাদের অস্ত্র ত্যাগ করতে নতুন করে আলটিমেটাম জারি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যেই নতুন করে অস্ত্র-বিষয়ক কথা বললেন জেলেনস্কি।

Comments are closed.