কলকাতার ‘ডিয়ার মা’ সিমেমায় মায়ের চরিত্রে জয়া

0 ৯৪
জয়া আহসান। ছবি : ফেসবুক থেকে নেওয়া

দশ বছর পর ‘ডিয়ার মা’ সিনেমা দিতে টালিউডে পরিচালনায় ফিরছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। যিনি আগে বলিউডে ‘পিংক’, ‘লস্ট’, ‘কড়ক সিং’ নির্মাণ করেছেন।

সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তাঁর স্বামীর চরিত্রে অভিনয় করছেন চন্দন রায় সান্যাল। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। বাচ্চা মেয়ের চরিত্রের নাম ঝিমলি, যার দু’টি বয়স দেখানো হবে—পাঁচ এবং বারো।

শুধু মা-মেয়ে নয়, স্বামী-স্ত্রী, একজন শিক্ষক, গৃহ সহায়িকা এ রকম নানা সম্পর্কের আলাদা রূপ উঠে আসবে ছবিতে। কাহিনিতে থ্রিলারের ছোঁয়াও আছে। গল্প লিখেছেন শাক্যজিৎ ভট্টাচার্য।

মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে শুটিং। তবে তার আগে অভিনেতাদের নিয়ে ওয়ার্কশপ করছেন পরিচালক। জানালেন, জয়া ও চন্দন দু’জনেই ওয়ার্কশপের জন্য আপাতত কলকাতায় রয়েছেন।

সিনেমায় মায়ের চরিত্রটি করছেন জয়া আহসান। তাঁর কথায়, ‘এই গল্পটা আগে কখনো বলা হয়নি। তাই এটা পর্দায় বলা খুব জরুরি ছিল। এ ধরনের চরিত্রও আমি আগে করিনি। টোনিদা (অনিরুদ্ধ) সংবেদনশীল ভাবে গল্প বলেন, যেটা আমার খুব ভালো লাগে।’

পরিচালকের মন্তব্য, ‘টানাপোড়েনের মধ্য দিয়েই তো মানুষ চেনা যায়। থ্রিলার উপাদান কাহিনির অন্য দিক তুলে ধরবে’।

Leave A Reply

Your email address will not be published.