ইউক্রেনের সেনার মাথা কাটার ভিডিও নিয়ে তোলপাড়

0 ২০০
ইউক্রেনের সেনারা বাখমুতের কাছে ট্যাংক ব্যবহার করে রাশিয়ার হামলা প্রতিহত করার চেষ্টা করছে। রয়টার্সের ফাইল ছবি

ইউক্রেনের এক সেনার মাথা কেটে নেওয়ার ভিডিও সামনে এসেছে। রাশিয়া বলেছে, ভিডিও ঠিক কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে।

এক মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, রাশিয়ার সেনা ইউক্রেনের এক সেনাকে ধরে তার মাথা কেটে নিচ্ছে।

এই ভিডিও সামনে আসার পর রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের অফিস থেকে জানানো হয়, ভিডিওর সত্যতা যাচাই করা হচ্ছে। এরপরই উপযুক্ত ব্যবস্থা নেওয়া সম্ভব। তদন্তকারী সংস্থা ভিডিওটি যাচাই করে দেখবে। তারা মতামত জানানোর পর প্রসিকিউটর জেনারেলের অফিস এ বিষয়ে রায় দেবে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘ভিডিওটি ভয়ংকর। তবে আগে তা যাচাই করে দেখতে হবে।’

বলা হচ্ছে, বেসরকারি বাহিনী ওয়্যাগনারের কমান্ডার আন্দ্রে মেদভেদেভ ভিডিওটি দেখে যে মাথা কাটছে, তাকে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন, ওই সেনা তার সাবেক সহকর্মী।

রাশিয়ার মানবাধিকার সংগঠন গুলাগু ডটনেটের প্রতিষ্ঠাতা ভ্লাদিমিক ওসেছকিন বলেন, ‘মেদভেদেভ বারবার ভিডিওটি দেখেছেন, তারপর তিনি স্পষ্টভাবে তার সাবেক সহকর্মীকে চিহ্নিত করেছেন।’ মেদভেদেভ এখন সুইডেনের জেলে বন্দি।

তবে ওয়্যাগনারের প্রধান ইয়েভগেনি প্রিগঝিন এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘পুরোপুরি মিথ্যা কথা। এর সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই।’

জাতিসংঘের মানবাধিকার অফিসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। সংগঠনের মুখপাত্র বলেন, ‘এটাই একমাত্র এরকম ঘটনা নয়।’

ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ‘এই ফুটেজ থেকে বোঝা যাচ্ছে, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের চেহারা কতটা অমানবিক।’

ফ্রান্স বলেছে, ‘এই ঘটনা বর্বরোচিত।’ চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট বলেন, ‘যদি ভিডিও ঠিক হয়, তাহলে রাশিয়ার সেনারা নিজেদের আইএস জঙ্গিদের স্তরে নামিয়ে এনেছে।’

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বুধবার ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘আমরা কিছুই ভুলছি না। আমরা এই হত্যাকারীদের ক্ষমা করব না।’

Leave A Reply

Your email address will not be published.