ঈদে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলবে : ওবায়দুল কাদের

0 ১৯৪
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ফাইল ছবি

অবশেষে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচলের অনুমতি মিলেছে। আগামী বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ছয়টা থেকে পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) একনেকের বৈঠক শেষে প্রধানমন্ত্রীর নির্দেশে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এ ঘোষণা দেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল করতে পারবে। পদ্মা সেতুর বাম পাশে সার্ভিস লেন দিয়ে চলবে। স্পিড লিমিট ঘণ্টায় থাকবে ৬০ কিলোমিটার।

পরীক্ষামূলকভাবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনোভাবেই সার্ভিস লেনের বাইরে মূল সেতুতে মোটরসাইকেল আসতে পারবে না। নির্ধারিত হারে টোল প্রদান করতে হবে। যদি নিয়ম না মানে তাহলে সিদ্ধান্ত প্রত্যাহার করা হবে বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

Leave A Reply

Your email address will not be published.