ওবায়দুল কাদেরের বুকে ব্যথা ছিল : বিএসএমএমইউ উপাচার্য

১৬৩

বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরই মধ্যে তাঁর চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে বিএসএমএমইউ।

আজ মঙ্গলবার বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

সেতুমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে অধ্যাপক শারফুদ্দিন বলেন, ‘ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সেই এখন ব্যথা কমে গেছে। তাঁর অক্সিজেন স্যাচুরেশনও ভালো। তবে তাঁর অ্যাজমা আছে। তাঁকে বিশ্রামে রাখা হয়েছে। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন।’

আগামীকাল বুধবার সকাল ১০টায় ওবায়দুল কাদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকরা আবার দেখবেন বলেও জানান উপাচার্য। তিনি বলেন, ‘তারপর পরবর্তী আপডেট জানানো হবে।’

আজ সকালে বিএসএমএমইউ ভর্তি হন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে ২০১৯ সালের মার্চ মাসে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এনজিওগ্রাম করে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পান চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণও করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা হয়।

Comments are closed.