কণ্ঠরোধ করতেই সাংবাদিকদের ওপর হামলা: জিএম কাদের

৩৪৫

রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী ও ছাত্রদের সংঘর্ষের খবর সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

তিনি বলেন, সংবাদ সংগ্রহ করতে গিয়ে গণমাধ্যম কর্মীরা বার বার হামলার শিকার হচ্ছেন এর চেয়ে লজ্জাজনক ঘটনা আর হতে পারে না। মাহে রমজানের পবিত্রতা ভেঙে যারা সন্ত্রাস ও নৈরাজ্য করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে জিএম কাদের বলেন, গণমাধ্যম কর্মীদের উপর হামলা হচ্ছে মুক্ত গণমাধ্যমের কন্ঠরোধ করা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) জাপার বনানী কার্যালয়ে সিলেট বিভাগীয় জাতীয় পার্টি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন─ প্রেসিডিয়াম সদস্য এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, আবদুল্লাহ সিদ্দিকী, মো. সাইফুদ্দিন খালেদ, নজরুল ইসলাম বাবুল, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব সাব্বির আহমেদ, কেন্দ্রীয় নেতা বশির লস্কর, মোঃ কুনু মিয়াসহ আরও অনেকে।

ব্রেকিংনিউজ/

Comments are closed.