করোনায় আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৭

২০৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৯ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১৪ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৫ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ দশ হাজার ৪৯০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩৫ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৫৮৫ জন। এ সময়ে সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ২৮৯টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় চার হাজার ২৯৩টি। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৮৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।

উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

Comments are closed.