কুমিল্লার প্রথম হার, মাহমুদউল্লাহর ব্যাটিং ঝড়

১৮৭
কুমিল্লা ভিক্টোরিয়ানস ও মিনিস্টার গ্রুপ ঢাকার লড়াই। ছবি : সংগৃহীত

জয়ের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রয়োজন ছিল ১৮২ রান। চ্যালেঞ্জিং লক্ষ্যই বটে। মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে এই রান তাড়ায় শেষ পর্যন্ত পারল না কুমিল্লা। আসরে প্রথম হারের দেখা পেল তারা।

বিপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে কুমিল্লা ৫০ রানে হেরেছে। ঢাকার বড় লক্ষ্যের জবাবে তাদের ইনিংস থামে ১৩১ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে ঢাকা শুরুতেই উইকেট হারিয়ে ফেলে। পরে চার নম্বরে নেমে অধিনায়ক মাহমুদউল্লাহ দারুণ একটি ইনিংস খেলে দলকে বড় সংগ্রহ গড়ে দেন। মাহমুদউল্লাহ ৪১ বলে ৭০ রান করেন। কুমিল্লার হয়ে তানভীর দুই উইকেট নেন। তামিম দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন। ৩৫ বলে দুটি চার ও তিনটি ছক্কা এই ইনিংস সাজান তিনি।

বড় লক্ষ্যের জবাবে শুরুতেই লিটন দাসকে (০) হারিয়ে ফেলে কুমিল্লা। ফাফ দু প্লেসিও (৮) ভালো করতে পারেননি। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৪৬ ও অধিনায়ক ইমরুল কায়েস করেন ২৮ রান।

ঢাকার পক্ষে আন্দ্রে রাসেল তিনটি এবং কাইস আহমেদ ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

মিনিস্টার গ্রুপ ঢাকা : ১৮১/৬ (২০ ওভার), (রিয়াদ ৭০*, তামিম ৪৬, ইমরানউজ্জামান ১৫; তানভীর ৩৬/২, মুস্তাফিজ ২৬/১)।

কুমিল্লা ভিক্টোরিয়ানস : ১৩১/১০ (১৭.৩ ওভার), জয় ৪৬, ইমরুল ২৮; রাসেল ১৬/৩, এবাদত ২১/২, কাইস ২৭/২, রুবেল ৫/১)।

ফল : মিনিস্টার গ্রুপ ঢাকা ৫০ রানে জয়ী।

Comments are closed.