কুড়িগ্রামে অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

0 ৩৩৬

নিজস্ব প্রতিবেদক: ৮ মার্চ সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে ২১দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ শফিউল আযম, সভাপতিত্ব করেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ টিটুল মিয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা। প্যারেড পরিচালনা করেন রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান।

 

অন্যদের মধ্যে উপস্থিত উপজেলা প্রশিক্ষক ওবাইদুর রহমান, ব্যাটালিয়নের পিসি মোঃ জাহাঙ্গীর আলম, ল্যান্স নায়েক রাকিব ও ব্যাটালিয়ন আনসার সাজেদুল ইসলাম।

প্রশিক্ষণটি ০৭ মার্চ শুরু হয়। কুড়িগ্রাম জেলার সকল উপজেলা হতে বাছাই কার্যক্রমের মাধ্যমের ৯০ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করে উক্ত প্রশিক্ষণ করানো হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.