ক্লিন সিটি রাজশাহীকে তামাকমুক্ত নগরী গড়তে সভা অনুষ্ঠিত

0 ১১৬

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ‘‘আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে’’। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়ণের লক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতায় রাজশাহী মহানগরীতে তামাক আইন (২০১৩) ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম বাস্তবায়নের নির্দেশিকা (গাইডলাইন) অনুযায়ী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বেসরকারী উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোস্যাল ওয়েলফেয়ার (লফস)।

রোববার দুপুরে নগরভবনে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দীনের সভাপতিত্বে তাঁর দপ্তরকক্ষে অনুষ্ঠিত সভায় রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাকে তামাকমুক্ত করতে রাসিকের প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের গতিশীল নেতৃত্বে এ নগরীর সুনাম আজ দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর বাসযোগ্য এ নগরীর নানা সাফল্যের মধ্যে তামাকমুক্ত নগরী তোলা সম্ভব। তামাকমুক্ত নগরী গড়ে তুলতে জনসচেতনা সৃষ্টি করতে নানা উদ্যোগ গ্রহণ করতে হবে। সভায় প্রকল্পের সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনিক।

লফস ও এইড ফাউন্ডেশনের আয়োজনে ও দি ইউনিয়নে সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। প্রকল্পের ফোকাল পারসন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ই-সাঈদ, ভারপ্রাপ্ত সচিব আল মাহমুদ রনি, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান, চিফ কমিনিউটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ-উল ইসলাম, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক, লফস’র নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন ও প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিনসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্র্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.