‘ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা কম’

0 ২৫৫

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এখন পর্যন্ত ভারতের ওড়িশার দিকে এগিয়ে যাচ্ছে। তাই আপাতত বাংলাদেশে এর আঘাত হানার আশঙ্কা কম। তবে গতিপথ যেকোনো সময়ে পরিবর্তিত হতে পারে বলে উপকূলীয় জেলায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখাসহ অন্যান্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সচিবালয়ে আজ সোমবার ঘূর্ণিঝড় প্রস্তুতি সভায় এসব কথা জানান ত্রাণ প্রতিমন্ত্রী।

 

ডা. এনামুর রহমান জানান, ঘূর্ণিঝড় ‘ইয়াস’ বাংলাদেশের উপকূল থেকে ৬০০ কিলোমিটার দূরে আছে। বাতাসের গতিবেগ এখন পর্যন্ত ঘণ্টায় ৬২ কিলোমিটার। ওড়িশার দিকে এগিয়ে গেলে বাংলাদেশে শুধু বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

 

তবে যেকোনো সময় ঘূর্ণিঝড়ের গতিপথ বদলাতে পারে জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ‘উপকূলীয় জেলায় আশ্রয়কেন্দ্র এবং স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা হয়েছে। ত্রাণ সামগ্রীর জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত আছে।’

 

Leave A Reply

Your email address will not be published.