চাঁপাইনবাবগঞ্জের ২ জন ২ নারী প্রাইভেট কারে কোটি টাকার হেরোইন সহ ময়মনসিংহে আটক

১৪৫

ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জের ২ জন ও শেরপুরের ২ নারী ময়মনসিংহে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি ৫০ গ্রাম হেরোইনসহ ওই ৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় মাদক বিক্রির ৩ হাজার ৮০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার রামকৃষ্ণপুর (শান্তি মোড়) এলাকার সিরাজুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম (৩৫) ও গোদাগাড়ী উপজেলার ডাইংপাড়ার বর্তমান ঠিকানা বারঘরিয়া বাজারের ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (৩৬) এবং শেরপুরের রুবিনা ও রুমা।

শনিবার (২০ আগষ্ট) দুপুরে ময়মনসিংহ নগরীর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-পরিচালক মোহাম্মদ খোরশিদ আলম এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার (১৯ আগষ্ট) রাতে অভিযানকালে ময়মনসিংহের একটি হোটেল থেকে মেহেদী হাসান ও নাসিরুলকে এবং শেরপুর থেকে দুই বোন রুবিনা ও রুমাকে আটক করা হয়। মাদকগুলো চাঁপাইনবাবগঞ্জ থেকে শেরপুরে নেওয়া হচ্ছিল বলে জানান। রুবিনা ও রুমা এই দুই বোনের নামে শেরপুরে একাধিক মামলা রয়েছে।

Comments are closed.