পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কেউ নন : তথ্যমন্ত্রী

২৬১

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘পররাষ্ট্রমন্ত্রী (ড. এ কে আব্দুল মোমেন) অবশ্যই আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য। তবে, তিনি দলের কেন্দ্রীয় কমিটির কেউ নন। তিনি আওয়ামী লীগের পক্ষে বিদেশে গিয়ে কথা বলবেন, এমন দায়িত্বপ্রাপ্ত কেউ নন। তাঁকে এমন দায়িত্বও দেওয়া হয়নি।’

সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ রোববার আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি চলমান রাজনীতি ও সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘বিদেশে গিয়ে কেউ ব্যক্তিগত গল্প করে এলে, তার দায় আওয়ামী লীগ নেবে না। দলের পক্ষ থেকে কাউকে এ দায়িত্ব দেওয়াও হয়নি।’

আওয়ামী লীগ জনগণের শক্তিকে বিশ্বাস করে বলে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দলের ভিত হলো জনগণ। জনগণের রায় নিয়েই আওয়ামী লীগ সবসময় ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছে। জনগণ ছাড়া কেউ সরকার টিকিয়ে রাখতে পারে না।’

বিএনপির সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি একবার ছুটে যায় ইউরোপীয় ইউনিয়নে, আবার ছোটে মার্কিন যুক্তরাষ্ট্রে, কখনও যায় চীনের কাছে। বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে না। বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে, যাতে তাদের কোলে করে ক্ষমতায় বসিয়ে দিয়ে যায়।’

Comments are closed.