চাঁপাইনবাবগঞ্জে চালের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজাসহ আটক ২

0 ৪৫

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে চালের বস্তায় লুকানো ১০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে র্যােব। শুক্রবার রাত ১টার দিকে জেলা শহরের বিশ্বরোড মোড়ে বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, জেলার শিবগঞ্জ উপজেলার কালীগঞ্জ রহমত মোল্লারটোলা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. বিশারত ও অপরজন একই উপজেলার কালীগঞ্জ মালোপাড়া এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মজিবর রহমান। আজ শনিবার সকালে র্যা ব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র্যা ব জানায়, শুক্রবার রাত ১টার দিকে শহরের বিশ্বরোড মোড়ে বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আগত একটি বাস থেকে দুজন ২টি চালের বস্তাসহ নামে। এসময় র্যা ব সদস্যরা চালের বস্তা তল্লাশী করে চালের মধ্যে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায়মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হ য়েছে।

Leave A Reply

Your email address will not be published.