চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন

১৩৯

ফয়সাল আজম অপু: চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে এ বছর প্রথমবারের মত দেওয়া হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক”। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

চাঁপাইয়ে দুর্যোগ ও সামাজিক সংকট মোকাবিলায় ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম (বার), প্রাক্তন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, প্রাক্তন সিভিল সার্জন ড. জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলামসহ দলগত পর্যায়ে ২৩শে জুলাই শনিবার সকাল ১১ টায় ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকায় আনুষ্ঠানিকভাবে “বঙ্গবন্ধু জনপ্রশাসন” পদক তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে জাতীর পাবলিক দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় হতে দিবসটির কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে র্যালিটি প্রদর্শন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাঁও এর উপস্থাপনায় এবং জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাই সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ (সার্কেল) আতোয়ার রহমান অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আনিছুর রহমান। এ সময় আর-ও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগন, জেলা গণপূর্ত বিভাগের প্রতিনিধিসহ জেলা পযার্য়ের বিভিন্ন সরকারী দপ্তরে প্রতিনিধি।

 

Comments are closed.