চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার মানবিক ওসি সাজ্জাদ হোসেনের শিবগঞ্জ থানায় বদলী

0 ৫২
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের নির্দেশের পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার পাঁচটি থানার মধ্যে চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।  বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ঢাকা পুলিশ হেডকোয়ার্টার থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই বদলির আদেশ দেওয়া হয়।
বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এ আদেশের মাধ্যমে জানা যায়, জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের অন্য থানায় বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেনকে জেলার শিবগঞ্জ থানায় বদলি করা হয়েছে। ওসি সাজ্জাদ হোসেন ১৯৯৯ সালে ২০০০ তম মিলেনিয়াম ব্যাজ এ বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর পদে যোগদান করেন।
পুলিশে যোগদানের পর বিভিন্ন জেলার বিভিন্ন থানায় এএসআই, এসআই ও ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন। পদন্নতি বদলী জনিত কারনে তিনি ওসি পদে ২০২১ সালের জুলাই মাসে রাজশাহীর বাঘা থানায় যোগদান করে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
এছাড়া ৮ ই মার্চ ২০২৩ সালে রাজশাহীর বাঘা থানা থেকে পদন্নোতি হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করে মাদক নির্মূল ও আইন শৃঙ্খলা উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলার অতি গুরুত্বপূর্ণ বিশাল থানা শিবগঞ্জে বদলী করা হয়।
বিগত দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলায় তিনি স্বল্প সময়ে ২ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। ১ম বার চলতি বছরের গত এপ্রিল মাসে শ্রেষ্ঠ ওসির সন্মাননা পান।
জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারী মাসের ২৪ তারিখ যোগদানের পর ১ম বার এপ্রিল ও ২য় বার মে মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন তিনি।
যোগদানের মাত্র তৃতীয় মাসেই অর্থাৎ এপ্রিল ও মে দুই মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়াই অভিনন্দন জানান সদর মডেল থানার সর্ব স্তরের মানুষ।
এছাড়াও ওসি সাজ্জাদ হোসেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যোগদানের পূর্বে রাজশাহীর বাঘা থানায় দুই বছর কর্মরত ছিলেন। সেখানে কর্মরত থাকা কালিন সময় রাজশাহী জেলায় ৯ বার এবং রাজশাহী বিভাগে (রাজশাহী রেঞ্জ) ২ বার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, ইসি সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকুরী করছেন তাদের এই বদলির তালিকায় রাখা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.