চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র উদ্ধার, আটক নারী  

0 ৬৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও চকপাড়া সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে ৭টি বিদেশী পিস্তল, ১৩টি ম্যাগজিন, ২৪২ রাউন্ড পিস্তলের গুলি, ৫১ রাউন্ড মেশিনগানের গুলিসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড
বাংলাদেশের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে ৫৯ বিজিবি’র রহনপুর ব্যাটালিয়নের গোবরাতলা সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

এ সময় তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশের আইন শৃংখলা পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে অস্ত্রের একটি বড় চালান সীমান্ত পেরিয়ে চাঁপাইনবাবগঞ্জে প্রবেশের গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে বুধবাররাতে ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপি ও চকপাড়া বিওপির সদস্যরা সীমান্তে  অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। এ সময় রুমি বেগম নামে এক নারীকেও আটক করতে সক্ষম হয় বিজিবি।

আটক নারী ও উদ্ধারকৃত অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.