চাটমোহরে কাঁচামরিচ ২০০ টাকা কেজি

0 ১৬৬

আফতাব হোসেন, চাটমোহর (পাবনা) থেকে: পাবনার চাটমোহরে কাঁচা মরিচ ২শ টাকা দরে বিক্রি হচ্ছে। অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম। গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন হাট-বাজারে কাঁচা মরিচ ২শ টাকা দরে বিক্রি হচ্ছে। ২৫০ গ্রাম কাঁচামরিচ কিনতে ক্রেতাকে গুনতে হয়েছে ৫০ টাকা।

আবার কোথাও আবার ২২০ টাকা দরেও বিক্রি করা হচ্ছে। সপ্তাহ খানেক আগেও এক কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে ৬০ থেকে ৮০ টাকায়। জুলাই মাসের শেষ সপ্তাহে কাঁচামরিচের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা কেজি। কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছে সীমিত আয়ের মানুষ।

বিক্রেতারা বলছেন বৃষ্টির কারণে কাঁচা মরিচের উৎপাদন কমেছে,বাজারে সরবারাহ কম। উৎপাদন কম, চাহিদা বেশি। তাই দাম বেড়েছে। চাষীরা বলছেন, বৃষ্টিতে কাঁচামরিচ খেতের ক্ষতি হয়েছে। ফলনও কমে গেছে। এখন খেত থেকে অর্ধেক মরিচও পাওয়া যাচ্ছেনা।

Leave A Reply

Your email address will not be published.