চার্জার ভ্যানের জন্য কিশোরকে হত্যা, গ্রেপ্তার ৪

0 ৮৭

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:  আম পাড়ার নামে চার্জার ভ্যান ভাড়া করা হয়। এরপর কিশোর ভ্যানচালক শামিরকে নিয়ে যাওয়া হয় ফাঁকা মাঠের আমাবাগানে। সেখানে পৌঁছানোর পর ভ্যানচালক শামিরকে কৌশলে আমাবাগানের ভিতরে নিয়ে গিয়ে হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর চার্জার ভ্যান ও মোবাইল ফোন নিয়ে চলে যায় হত্যাকারীরা।

গত শনিবার (১৭ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে৷ নিহত মো. শামির (১৪) ঝিলিম ইউনিয়নের আমনুরা-বহরল গ্রামের মেজর আলীর ছেলে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে আমবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি পুলিশ। এছাড়াও চার্জার ভ্যান, ব্যাটারি ও মোবাইল উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ জুন) বিকেলে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় জেলা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হত্যাকান্ডে অংশ নেয়া নাচোল উপজেলার মুসলিমপুর জোনাকিপাড়া গ্রামের আবুল কবিরাজের ছেলে মো. আকবারুল ইসলাম (২০), মুসলিমপুর গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. মমিন (২৬), ভ্যান ক্রেতা শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কুমারপাড়া গ্রামের মো. আফসার আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৫০) ও ব্যাটারি ক্রেতা একই উপজেলার উত্তর উজিরপুর গ্রামের শামসুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম (৩৫)।

পুলিশ জানায়, ঘটনাস্থল ও এর আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে দুইজন আসামীর পরিচয় সনাক্ত করা হয়। জানা যায়, তারা নাচোল থানার একটি মামলায় কারাগারে রয়েছে। পরবর্তীতে হাজতী আকবারুল ও মো. মমিনকে হত্যা মামলায় আবারও গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালত তাদেরকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করে।

Leave A Reply

Your email address will not be published.