জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ মানুষের মাঝে লেপ বিতরণ

0 ৪৯
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার আটঘরিয়া উপজেলার জহুরা ফাউন্ডেশনের উদ্যোগে ৭৫ জন শীতার্ত, অসহায়, দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়েছে।
শনিবার (০২ ডিসেম্বর) দুপুরে আটঘরিয়া উপজেলার জুমাইখিরি গ্রামে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয় জহুরা ভিলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এগুলো বিতরণ করা হয়।
জহুরা ফাউন্ডেশন এবং জেজিএমসিএইচ জহুরা বেগম হাফেজিয়া মাদরাসা ও মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা প্রকৌশলী ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রতিষ্ঠানের আজীবন সদস্য আতাউর রহমান রেজা। সুজানগর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পাবনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ও জহুরা ফাউন্ডেশনের সভাপতি ডা. রেজাউল হাসান, প্রতিষ্ঠাতা সদস্য শায়লা সুলতানা, সমাজ সেবক আজিজুল হক বিশ্বাস, সহকারী অধ্যাপক বাবুল করিম প্রমুখ। এ
আয়োজকরা জানান, জুমাইখিরি, গোবিন্দপুর, গঙ্গারামপুর, চৌবাড়িয়া, হিদাসখোল, মহেশপুর ও ডেঙ্গারগ্রামের ৭৫ জন শীতার্ত দুস্থ নারী পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে লেপ বিতরণ করা হয়।

Leave A Reply

Your email address will not be published.