জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি নিখিল, সম্পাদক অরুণ

0 ১২৮
পাবনা প্রতিনিধি : “আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন করতে হবে”
জাতীয় আদিবাসী পরিষদ আটঘরিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে নিখিল বাগদী সভাপতি, অরুণ চন্দ্রকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
সোমবার(১৯জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সহসভাপতি অজিত কুমার বানিয়ার্স।
জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা কমিটির সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসি পরিষদ পাবনা জেলা কমিটির সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি,
নাটোর জেলা শাখার উপদেষ্টা অনুপ আচার্য্য, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, যুগ্ম সম্পাদক শ্যামলাল তেলী, লালপু উপজেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা জোতির্ময় ভদ্র, সাধারণ সম্পাদক কাজল সরদার।
আটঘরিয়া উপজেলা কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি সন্তোষ, সাংগঠনিক সম্পাদক লতারানি বানিয়াস, যুগ্ম সম্পাদক মনোষাসিং, দপ্তর সম্পাদক নিবারন।

Leave A Reply

Your email address will not be published.