জাতীয় চার নেতার স্মরণে ছাত্রলীগের ফ্রি ব্লাড টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত

0 ২৯৫

ধামইরহাট নওগাঁ প্রতিনিধি : ধামইরহাটে জেলহত্যা দিবস উপলক্ষে জাতীয় চার নেতা স্মরণে ফ্রি ব্লাড টেষ্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী ক্যাম্পেইনের মাধ্যমে রক্ত পরীক্ষা করেন। রবিবার সকাল ১০ টায় ধামরহাট সরকারি এম. এম. কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে ফ্রি ব্লাড টেষ্ট ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম। রক্ত পরীক্ষা করেন ল্যাব এইড হাসপাতাল ঢাকার ভূতপূর্ব সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ও লাইভ সেভিং অর্গানাইজেশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ। ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি মাসুদ রানা ফারুকের সভাপতিত্বে ও সম্পাদক আশিকুর রহমানের সঞ্চালনায় ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এস.এম আব্দুর রউফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান সম্পাদক, আহসান হাবীব পান্নু, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুল হক শিমুল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনন্দ কুমার শীল, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক হারুন আল রশিদ প্রমুখ।

 

ধামইরহাটে চাকুরীর নামে প্রতারনার শিকার ২ যুবক

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে চাকুরীর প্রত্যাশায় টাকা দিয়ে প্রতারনার শিকার হয়েছেন দুই যুবক। ন্যায় বিচারের স্বার্থে উর্ধতন মহলের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রুপনারায়নপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে আব্দুল আলিম ও পূর্ব চকপ্রসাদ গ্রামের বদিউজ্জামানের ছেলে কাওছার হোসেন বিদ্যুৎকে ধামইরহাট প্রাণী সম্পদ অফিসে ভ্যাকসিনেটর পদে চাকুরী দেওয়ার আশ্বাস প্রদান করে ছাগল উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম। সেই মতে ভুক্তভোগী আব্দুল আলিম ও কাওছার হোসেন বিদ্যুতের সাথে ৬০ হাজার টাকা চুক্তি করেন প্রাণি সম্পদ অফিসের কর্মচারী ছাগল উন্নয়ন কর্মী রফিকুল ইসলাম। এক পর্যায়ে ভুক্তভোগীরা রফিকুল ইসলামকে ১০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু তাদেরকে নিয়োগ না দেওয়ায় তারা হতাশ হয়ে উপজেলা নির্বাহী অফিসার, প্রাণি সম্পদ অফিসার ও জেলা প্রাণি সম্পদ অফিসার নওগাঁ বরাবর অভিযোগ করেন। এ বিষয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম টাকার নেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমার বোনের ছেলে ভ্যাকসিনেটর পদে নিয়োগ পাওয়ায় এবং অভিযোগকারীরা বাদ পড়ায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।’ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী বলেন, টাকা নিয়ে চাকুরী নেয়া-দেয়া অপরাধ, অভিযোগকারীরা দুদকে গিয়ে বিচার দাবী করুক, এই কোন ঝুকি নিতে চাই না।’এ বিষয়ে জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. উত্তম কুমার দাস বলেন, অভিযোগ হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধামইরহাটে জেল হত্যা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। রবিবার বিকেল ৪ টায় শেখ রাসেল শিশু কিশোর পরিষদ প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইনের সভাপতিত্বে জেল হত্যা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, ছাত্রলীগের সরকারি এম এম কলেজ শাখার সভাপতি মাসুদ রানা ফারুক, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.