জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

0 ২৩৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালনে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সিভিল সার্জন ডাঃ মোঃ কাইয়ুম তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলন কক্ষে এ অবহিতকরণ অনুষ্ঠিত হয়।

সভায় আঞ্চলিক তথ্য অফিস রাজশাহী’র উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ রাজিউল হক এবং বিভিন্ন ইলেক্ট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।


সভায় জানানো হয়, বাংলাদেশ থেকে অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল ও শিশুমৃত্যু প্রতিরোধে সরকার বদ্ধ পরিকর। এ লক্ষ্যে সরকার সারা দেশে আগামী ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত (পক্ষকাল ব্যাপী) ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উক্ত সময়ে শুধু সরকারি কর্মদিবসগুলোতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসূল খাওয়ানো হবে।

রাজশাহী সিটি কর্পোরেশন ব্যতীত জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ২৮হাজার ৯৬১ জন শিশু একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৪০ হাজার ৪৮৫ জন শিশু একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে।

করোনা পরিস্থিতিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিভিল সার্জন সভায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

 

Leave A Reply

Your email address will not be published.