জার্মান কিংবদন্তি গার্ড মুলার আর নেই

0 ২৬৫

জার্মান কিংবদন্তি ফুটবলার গার্ড মুলার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। জার্মান সময় আজ সকালে মৃত্যু হয় তাঁর।

১৯৭৪ সালে জার্মানির বিশ্বকাপজয়ী দলের তারকা ছিলেন মুলার। আর ১৯৭০ সালের বিশ্বকাপে সর্বাচ্চ গোলদাতা হয়ে ছিলেন তিনি। সেবার ১০টি গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন এই জার্মান তারকা।

সাবেক পশ্চিম জার্মানির হয়ে ৬২টি ম্যাচ খেলে ৬৮ গোল করেছিলেন মুলার। আর ক্লাব ক্যারিয়ারে করেছিলেন ৬৫০ গোল।

এক বর্ষপঞ্জিতে সর্বোচ্চ ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার। ১৯৭২ সালে এই রেকর্ড গড়েছিলেন তিনি। অবশ্য ২০১২ সালে লিওনেল মেসি সেই রেকর্ড ভেঙেছিলেন।

বায়ার্নের হয়ে ৬০৭ ম্যাচ খেলে ৫৬৬ গোল করেছিলেন তিনি। আর জার্মান লিগে করেছিলেন ৩৬৫ গোল। লিগে সাতবার সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি।

মুলার ১৯৭০ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন।

বায়ার্ন মিউনিখ এক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বায়ার্ন মিউনিখ আর পুরো বিশ্ব স্তব্ধ। জার্মানির কিংবদন্তি ফুটবলার মারা গেছেন। মুলার বায়ার্ন মিউনিখ ও জার্মান জাতীয় ফুটবল দলের হয়ে অনেক ইতিহাস গড়েছেন।’

Leave A Reply

Your email address will not be published.