ডিএনসিসি উপনির্বাচনে তফসিল ঘোষণার পরই প্রার্থী দেবে বিএনপি

0 ৫২৭

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর শূন্য আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার পর দলীয় প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি।
সোমবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে জোট নেতাদের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকটি রাত সোয়া ৯টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হয়ে রাত সোয়া ১১টায় শেষ হয়।
বৈঠক শেষে জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকের মূল বিষয় ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন। এই নির্বাচনে দলীয় প্রার্থীর বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। গতবার নির্বাচনে অংশ নেয়া তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা হয়েছে। তবে প্রার্থী চূড়ান্ত হয়নি এখনও।’
আরেক শরিক বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা বলেন, ‘বৈঠকে তিনটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রথম ডিএনসিসি নির্বাচন। বৈঠকে জোটের নেতারা বলেছেন- ডিএনসিসি নির্বাচনে ঐক্যবদ্ধভাবে করবে ২০ দলীয় জোট। প্রার্থী চূড়ান্ত করতে বেগম জিয়ার ওপর পুরো দায়িত্ব দেয়া হয়েছে। তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করবেন। জোটের নেতারা তার জন্যই মাঠে কাজ করবেন।’
তিনি বলেন, ‘জোটের কয়েকজন নেতা তাবিথ আউয়ালকে নিয়ে আলোচনা করলেও প্রার্থী হিসেবে তাবিথ চূড়ান্ত- এমন কোনও সিদ্ধান্ত বৈঠকে হয়নি।’
জোটের এই নেতা আরও জানান, রাজধানীতে আইনজীবীদের নিয়ে একটি মহাসমাবেশ ও ইসলামী দলগুলো নিয়ে আরেকটি সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে।
সূত্র মতে, বৈঠকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আবদুল হালিম বলেছেন- ‘ম্যাডাম (খালেদা জিয়া), তফসিল ঘোষণার আগে অনেকেই প্রার্থী ঘোষণা করে থাকে। আমরাও করেছি। তবে সিদ্ধান্ত আপনার। আপনি যাকে প্রার্থী হিসেবে যোগ্য মনে করেন তাকে আমরা সমর্থন জানাবো।’
বৈঠক সূত্র আরও জানায়, খালেদা জিয়াকে বাইরে রেখে আগামী নির্বাচনে জোটের কেউ অংশ নেবে না- বিএনপি চেয়ারপারসনকে এমন আশ্বাস দিয়েছেন বৈঠকে অংশ নেয়া জোটের শীর্ষ নেতারা।
গত ৩০ নভেম্বর বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা উত্তর সিটির মেয়র আনিসুল হক। তার মৃত্যুতে ডিএনসিসি পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে ইসি। ব্রেকিংনিউজ

Leave A Reply

Your email address will not be published.