তামিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দুই দিন পর

0 ৮৮
ছবি- সংগৃহীত

পিঠের ইনজুরি থেকে মুক্তি পেতে লন্ডনে চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন জাতীয় দলের ওয়ানডে ওপেনার তামিম ইকবাল। সেখানে গিয়ে পরীক্ষার পর ধরা পড়ে তার মেরুদণ্ডের হাড় ক্ষয় হয়েছে।

ধারণা করা হচ্ছিল অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে বাঁহাতি এই ব্যাটারকে। কিন্তু আপাতত সেটি করা হচ্ছে না। ইনজেকশন নিয়েছেন তিনি প্রাথমিক অবস্থায় ব্যথা কমাতে। অবস্থার উন্নতি না হলে আরও দুই দফায় ইনজেকশন নিতে হবে তাকে।

যদি তাতেও অবস্থার উন্নতি না হয় তবে বাধ্যতামূলকভাবে অস্ত্রোপচার করা লাগবে তার।

তবে হুট করেই তামিমের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে পক্ষপাতি না বোর্ড। দুই দিনের পর্যবেক্ষণে রাখার পর তামিমের এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্তে আসবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার (২৮ জুলাই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিবৃতিতে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘তামিম লন্ডনে স্পাইন মেরুদণ্ড বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী গতকাল (বৃহস্পতিবার) থেকে কাজ শুরু করেছে। দুই দিনের পর্যবেক্ষণে তাকে রাখা হবে। এরপর আমরা তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

অস্ত্রোপচার করা হলে অন্তত তিন থেকে চার মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে যেতে হবে তামিমকে। সেক্ষেত্রে নিয়মিত অধিনায়ককে বাদ দিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের পথ ধরবে টিম টাইগার্স।

Leave A Reply

Your email address will not be published.