তৃষ্ণার হ্যাটট্রিকে হেসেখেলে জিতল বাংলাদেশ

৮৩
বাংলাদেশ নারী দল। ছবি : সংগৃহীত

আগে ব্যাট করে খুব বড় পুঁজি পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিন্তু দুর্দান্ত ব্যাটিংয়ে ঠিকই বাংলাদেশকে পথ দেখালেন ফারিহা তৃষ্ণা। বাংলাদেশের দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে তুলে নিলেন হ্যাটট্রিক। তাঁর হ্যাটট্রিকে মালয়েশিয়ার বিপক্ষে হেসেখেলে জিতল বাংলাদেশের মেয়েরা।

আজ বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে ৮৮ রানের বিশাল ব্যবধানে জিতেছে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল বাংলাদেশ। ওই হারের ধাক্কা ভুলে ফের জয়ের ছন্দে ফিরল বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশের জার্সিতে আজই অভিষেক হয় তৃষ্ণার। আর অভিষেকেই হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে বল হাতে নিয়ে পরপর তিন উইকেট নেন বাংলাদেশি বোলার।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেন তৃষ্ণা। এরপর ষষ্ঠ ওভারে এসে পান হ্যাটট্রিকের সাফল্য। ওই ওভারে নিজের দ্বিতীয় বলে প্রতিপক্ষ অধিনায়ক উইনফ্রেড দুরাইসিংগামকে (৫) বোল্ড করেন তিনি। পরের বলে মাস এলিসাকে এলবিডব্লিউ ও মাহিরা ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন এই বাঁহাতি পেসার।

তৃষ্ণার হ্যাটট্রিকের পর বল হাতে চমক দেখান রুমানা, সালমা, সানজিদারাও। রুমানা ও সানজিদা নেন দুটি উইকেট আর সালমা তুলে নেন একটি উইকেট। ফলে মাত্র ৪১ রানে মালয়েশিয়াকে থামিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশ।

সিলেটে এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে বাংলাদেশ করেছে ৫ উইকেটে ১২৯ রান। এই রান তুলতে ভূমিকা রাখেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা জ্যোতি। দুজনেই তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। তাদের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ এই রান তুলেছে।

এদিন ইনিংসের প্রথমেই শামিমা সুলতানা ফিরে যান। সেখান থেকে ফারজানা হকের সঙ্গে মুর্শিদা ৩৪ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন। ফারজানার বিদায়ের পর মুর্শিদার সঙ্গে লড়াইয়ে যোগ দেন জ্যোতি। ৮৭ রানের শক্ত জুটিতে স্বস্তি ফেরান তারা দুজন মিলে।

১৯তম ওভারের শেষ দুই বলে জ্যোতি ও মুর্শিদা আউট হন। জ্যোতি ৫৪ রানে আউট হওয়ার পর মুর্শিদা থামেন ৫৬ রানে। ৫৪ বলে তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। অন্যদিকে ৩৪ বলে অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল ৬ বাউন্ডারি আর এক ছক্কায়।

Comments are closed.