তেবাড়িয়ায় জাতীয় শোক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত

0 ১০৫

নাটোর প্রতিনিধি : নাটোর তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যেগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১২টার সময় তেবাড়িয়া ইউনিয়ন পরিষদ চত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।

তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক প্রধান এর সভাপতিত্বে প্রধান ২নংতেবাড়িয়া ইউনিয়নের সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর সদর ২-আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, ইউনিয়ন আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এসময় অনান্যের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য দিলীপ কুমার দাস,

জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, সদর আওয়ামী লীগের সহসভাপতি মোঃ মুনসুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রাং, পৌর আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন রানা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চন্নু, জেলা যুব লীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া,

সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান আলমগীর হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক শফিউল আযম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকি, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার কাজল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, নাটোর জেলা সৈনিক লীগের সভাপতি আমিরুল ইসলাম জনি,

সাধারণ সম্পাদক ইউসুফ আলী, আওয়ামী, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেফালী আক্তার বিজলী, ৮নং তেবাড়িয়া পৌর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল সরকার, তেবাড়িয়া ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য রাহানুল ইসলাম রানা, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রিয়াজ আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নয়ন সরকার, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সৈনিক লীগসহ সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, ২০৪ সালে ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী কে হত্যার উদ্দেশ্যে যে গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সেই গ্রেনেড হামলা চালানো আইভি রহমান সহ ২৪ জন জীবন দিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছে। আমাদের বাংঙ্গালি জাতির আগস্ট মাস কলঙ্কিত মাস এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। তার পরিবারে ১৮ জন ব্যক্তিকে নিষ্ঠুর নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই আগস্ট মাসে আনন্দ উল্লাস করি না, আমরা যারা আওয়ামী লীগের জড়িত আমরা যারা আওয়ামী লীগ করি, গোটা মাস ১-১৫ শোকের মাস হিসেবে পালন করি।

Leave A Reply

Your email address will not be published.