দুর্গাপুরে গভীর রাতে জানালায় উঁকি দেয়ায় বিএনপি নেতাকে গণধোলাই!

0 ১০৩
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে রাতের অন্ধকারে প্রতিবেশীর জানালায় উঁকি দেয়ায় তাজ উদ্দিন (৪৫) নামের এক ওয়ার্ড বিএনপির নেতাকে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার উপজেলার নওপাড়া ইউনিয়নের আলীপুর গ্রামে। অভিযুক্ত বিএনপি নেতা তাজ উদ্দিন ওই গ্রামের মৃত তাহের উদ্দিনের ছেলে।
ওয়ার্ড বিএনপির সদস্য পদে আছেন অভিযুক্ত তাজ উদ্দিন। এছাড়া আলীপুর জননী পানের আড়তের মালিক তিনি।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত অনুমান সাড়ে ৯টার দিকে আলীপুর গ্রামের সোনার পাড়ার মৃত শামসুল মিয়াজির ছেলে শাজাহান মিয়াজি রাতের খাবার খেয়ে স্ত্রীকে সাথে নিয়ে শুয়েছিলো। রাত অনুমান সাড়ে ৯টার দিকে অভিযুক্ত তাজ উদ্দিন শাজাহান মিয়াজির শয়নকক্ষের জানালায় উঁকি দেয়। বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় তাজ উদ্দিনকে ধরে গণধোলাইয় দেয়। পরে তাকে বিদ্যুতের পোলের সাথে রশি দিয়ে বেঁধে রেখে গ্রাম্য মাতব্বরদের খবর দেয়া হয়।
গ্রাম্য মাতব্বররা ওইদিন রাতেই সামাজিকভাবে বিচার করতে সালিসি বৈঠক বসায়। সালিসি বৈঠকে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও পূণরায় একই কাজ করলে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হবে বলে মুচলেকা নেয়া হয়।
আলীপুর গ্রামের ইউপি সদস্য আবুল কালাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জরিমানার অর্থ রাতেই গ্রামের প্রধান মাতব্বর নাদের আলীর কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। সামাজিকভাবে এলাকার গরীব-দুঃখীদের মধ্যে জরিমানার ওই অর্থ বিতরণ করা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
প্রায় ১০ বছর আগেও একই অপরাধ করেছিলেন অভিযুক্ত তাজ উদ্দিন। ওইদিন সালিসি বৈঠকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবেন না মর্মে গ্রাম্য সালিসে মুচলেকা দিয়েছিলেন বলেও জানান ইউপি সদস্য আবুল কালাম।
অভিযুক্ত তাজ উদ্দিনের সাথে কথা বলতে তাঁর ব্যাক্তিগত মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁর মুঠোফোনের নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলী জানান, তাজ উদ্দিন বিএনপির সমর্থক বা কর্মী। তবে সে কোনো উল্লেখযোগ্য পদে নেই।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, এ ধরনের কোনো ঘটনার সংবাদ পায়নি। কেউ লিখিত ভাবে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.