দেশে পেট্রোল-অকটেনের মজুত পর্যাপ্ত : প্রধানমন্ত্রী

১৯৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

দেশে পেট্রোল-অকটেন পর্যাপ্ত মজুত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি কথা বলেন।

শেখ হাসিনা বলেন, পেট্রোল-অকটেন নিয়ে মিথ্যা কথায় বিভ্রান্ত হবেন না। দেশে চাহিদার চেয়ে বেশি পেট্রোল-অকটেন মজুত আছে। এ ছাড়া বাংলাদেশে যে রিজার্ভ আছে তাতে ৬ মাসেও কোনো সমস্যা হবে না।

প্রধানমন্ত্রী জানান, আমাদের ডিজেল কিনতে হয়। কিন্তু পেট্রোল-অকটেন কিনতে হয় না। সমালোচকরা অনেক বেশি জ্ঞানী তো, তাই ছোট বিষয়গুলো ভুলে যান।

তিনি বলেন, আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি। কিন্তু বর্তমানে বিশ্বব্যাপী মন্দা দেখা দিয়েছে। উন্নত দেশগুলোও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হচ্ছে। সামনে যেন বিপদে না পড়তে হয় সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিতে হবে। সে কারণেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা সাশ্রয়ী হব। এর মানে এই না যে বিদ্যুৎ শেষ হয়ে গেছে।

 

Comments are closed.