নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

0 ৯১

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ওয়াশরুমের ভিতরে লুকায়িত ৮৪ বোতল ফেন্সিডিলসহ তরিকুল ইসলাম তারেক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে প্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল আটক করে সোমবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়। গ্রেফতার তরিকুল ইসলাম উপজেলার রাউতাড়া গ্রামের একরামুল হক এর ছেলে।

র‌্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তরিকুল এর গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে র‌্যাব। জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল সদর দপ্তরের সহায়তায় নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন রাউতারা এলাকায় তরিকুলের বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়।

পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে উক্ত আসামীর বসত বাড়ির ওয়াশরুমের ভিতর সাদা বস্তার মধ্যে লুকিয়ে রাখা অবৈধ মাদকদ্রব্য ৮৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী তরিকুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।

Leave A Reply

Your email address will not be published.