নাটোরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

0 ৮৫

নাটোর প্রতিনিধি: নাটোরে নানা আয়োজনে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কালেক্টরেট ভবনের সামনে থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যালেক্টরেট ভবনের সামনে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সামিউল আমিন, পুলিশ পরিদর্শক ফরহাদ হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম, ভোক্তার অধিকারের সহকারি পরিচালক মেহেদি হাসান সহ পরিবেশ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ঢাকার শব্দদূষণের মাত্রা নিয়ে গবেষণা করেছে বায়ুুমন্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)। গবেষণার তথ্য অনুযায়ী, ঢাকার সব এলাকাতেই শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ তে উল্লেখিত আদর্শমান অতিক্রম করেছে শব্দের মাত্রা।

নগরের বিভিন্ন স্থানে সাধারণভাবে শব্দের গ্রহণযোগ্য মান মাত্রার থেকে প্রায় ১ দশমিক ৩ থেকে ২ গুণ বেশি শব্দ পাওয়া গেছে যা আশংকাজনক। তাই শব্দ দূষণ হ্রাসে সবাইকে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তারা।

Leave A Reply

Your email address will not be published.