নাটোরে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরনের উদ্বোধন

0 ৩৫

নাটোর প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নাটোরে ২০২৩-২০২৪ অর্থ বছরে মানবিক সহায়তা ভিজিএফ কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে খাদ্যশস্য চাল বিতরনের উদ্বোধন করাা হয়েছে। বৃহস্পতিবার নাটোর পৌরসভা চত্বরে এই চাল বিতরনের উদ্বোধন করেন নাটোর সদর ও নলডাঙ্গা আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি শফিকুল ইসলাম শিমুল।

জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগমন্ত্রনালয়ের সহযোগিতায় ৪ হাজার ৬শ ২১ জন পুরুষ ও মহিলার মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর পৌরসভার পৌর মেয়র উমা চৌধুরি জলি, জেলা আওয়ামীলীগ এর সদস্য দীলিপ কুমার দাস, জেলা আওয়ামীলীগের সাবেক উপ দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, নাটোর পৌরসভার প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন বতমান সরকার ক্ষমতায় আসার পর থেকে হতদরিদ্রদের জন্য কাজ করছে। সমাজে যেন কোন গরীব মানুষ না খেয়ে থাকে সেই লক্ষ্যে সরকার কাজ করছে। ভিজিএফ কার্ড যেন হতদরিদ্র গরিব ছাড়া যেন কেউ না পায় এবং একই পরিবারের দুইজন না পায় সেইদিকে খেয়াল রাখতে বলেন তারা।

Leave A Reply

Your email address will not be published.