নাটোরে  শিক্ষকশিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা

0 ৮৬

নাটোর প্রতিনিধি: নাটোরে এসডিজি বাস্তবায়নে জেলার শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা প্রশাসনের আয়োজনে অনিমা চৌধুরি অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) আখতার হোসেন, পুলিশ সুপার তারিকুল ইসলাম, শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোকসহ কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন যে কোনো উন্নয়ন করতে হলে সবার সম্পৃক্ততা থাকতে হবে। আর সে উন্নয়ন হতে হবে টেকসই। এর কোন বিকল্প নেই। এ জন্য এসডিজি বাস্তবায়নে সবাইকে সমানভাবে কাজ করতে হবে। বিগত ৫০ বছর আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অসীম পার্থক্য। বর্তমান সরকারের অধীনে আজ বাংলাদেশ অন্যান্য দেশের কাছে মডেল হিসেবে পরিচিত হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.