নিয়ামতপুরে খাদ্যমন্ত্রীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ 

0 ৫৩
তৈয়বুর রহমান, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের প্রার্থী ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের একটি অস্থায়ী নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।  রবিবার(২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ভাবিচা ইউনিয়নের ঠকঠকি এলাকায় এই ঘটনা ঘটে।
ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উৎপল সরকার পিন্টু জানান, নির্বাচনী এলাকায় প্রচারণা শেষে আমরা স্টলে বসে চা খাচ্ছিলাম। নির্বাচনী অফিসে দায়িত্বরত কয়েকজন রাতের খাবার খাওয়ার জন্য হোটেল গেলে আগুন দেয় দুবৃত্তরা। পরে সবাই দৌড়াদৌড়ি করে এসে আগুন নেভানো হয় ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। অনেক পোস্টার ফেস্টুন এতে পুড়ে গেছে।
কে বা কাহারা এমন ঘটনা ঘটিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি আজকের পত্রিকাকে বলেন, বিএনপি ও জামায়াতের লোকজন এমন ঘটনা ঘটাতে পারে। নির্বাচন বানচাল ও মানুষের মাঝে ভীতি ছড়ানোই এখন তাদের মূল লক্ষ্য।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.