নিয়ামতপুরে দুই পেঁয়াজ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

0 ৪৬
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রির ঘটনায়  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে অভিযানে অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ও মূল্য তালিকা না থাকায় উপজেলা সদরের হাটের ব্যবসায়ী নুর মোহাম্মদ ও আরিফুর রহমানকে ৫ শত টাকা করে ১ হাজার টাকা জরিমানা করেন।
আদালত সূত্রে জানা গেছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করায় গত দুদিনে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় স্হানীয় ব্যবসায়ীরা। বাজার মনিটরিং করার অংশ হিসেবে দুই ব্যবসায়ীকে জরিমানা করে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস বলেন, পেঁয়াজের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকায় দু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  উল্লেখ্য, গত দুদিন ধরে উপজেলা সদরে ২০০-২৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। তবে আজ সোমবার কেজিতে ১৩০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.