নিয়ামতপুরে বঙ্গবন্ধুর জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত

0 ২৮১

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 

বুধবার বেলা সাড়ে ১০টায় এলজিইডির উপসহকারী প্রকৌশলীর পরিচালনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর মূরালে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপির পক্ষ থেকে স্থানীয় নেতাকর্মীর মাধ্যমে পুস্পস্তাবক অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।

 

এরপর একে একে সকল প্রতিষ্ঠানসহ নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব পুস্পস্তাবক অর্পন করেন।

 

বেলা ১১টার দিকে স্বল্প পরিসরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ এক আলোচনা সভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

 

নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিসদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, সকল ইউপি চেয়ারম্যান ও স্থানীয় নেতানেত্রী প্রমূখ।

 

বিকাল ৩টায় স্বল্প পরিসরে জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাষনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিসদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

 

Leave A Reply

Your email address will not be published.