পাইকগাছায় ইটভাঙ্গা মেশিন পাল্টি খেয়ে চালকের মৃত্যু ; আহত-৪

0 ২৬৩

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ইটভাঙ্গা মেশিনে চাপা পড়ে চালক নিহত ও ৪জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা ও আশাশুনি উপজেলার সংযোগ সেতুর দক্ষিণপাশে বড়দল নামক স্থানে।

উপজেলার চেঁচুয়া গ্রামের আহত মুজিবর মিস্ত্রী (৫০) জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে ইট ভাঙ্গার জন্য ৫জন শ্রমিক সাতক্ষীরার জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে বড়দল ব্রীজ থেকে নিচে নামার সময় ইট ভাঙ্গা মেশিনটি উল্টে পড়লে চালক মিজানুর রহমান মিস্ত্রী (৪০) মেশিনের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

সে উপজেলার চেঁচুয়া গ্রামের মৃত বছির মিস্ত্রীর ছেলে। পাইকগাছা হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মিজানুরের মৃত্যু হয়।

এ সময় ছফর গাজীর ছেলে মোশারাফ গাজী (৪০), মৃত মোহাম্মদ গাজীর ছেলে আয়জুদ্দীন (৪০), সামছুর মিস্ত্রীর ছেলে মিজানুর (৩৩), ফজলু মিস্ত্রীর ছেলে হাসান (২৩) আহত হয়।

আহতরা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। দুপুরে মৃতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.