পাইকগাছায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

0 ৩১৫

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় ভিবিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়ছ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ পুলিশের ডি-সার্কেল, থানা পুলিশ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতি সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলাচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু।

 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, উপ-পরিচালক মোঃ কামরুল হক, ওসি এজাজ শফী, ওসি (তদন্ত) আশরাফুল আলম, ওসি (অপারেশন) দেবাশীষ দাশ।

 

উপস্তি ছিলেন,মুক্তিযাদ্ধা,সাংবাদিক শিক্ষকসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

 

Leave A Reply

Your email address will not be published.