পাবনায় এনএটিপি-২ প্রকল্পের আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

0 ১৪১
পাবনা প্রতিনিধি : ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট ( NATP-II) “সিআইজি কংগ্রেস “দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২৯ মার্চ) আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৫টি ইউনিয়নের ৫০টি সিআইজি থেকে ১৫০ জন সদস্য অংশ গ্রহণ করেন।
এসময় আটঘরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সজীব আল মারুফ বলেন, ৫টি ইউনিয়নের ৫০ জন সিআইজি থেকে ১৫০ জন সদস্য অংশ গ্রহণ করেন। সদস্যদের সাথে পারস্পরিক কৃষি সম্পকিত জ্ঞান ও অভিজ্ঞতা  বিনিময়,
সিআইজি সাফল্য ও প্রত্যাশিত উন্নয়ন কর্মসূচী প্রস্তুত, কৃষি উদ্যোক্তা উন্নয়নে কর্মপরিকল্পনা প্রনয়ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহির রায়হান সহ উক্ত অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মকর্তা ও জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.