পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাফল্যের ধারা অব্যাহত

0 ৩৬১
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রয়েছে।
বিগত বছরের তুলনায় এ বছরেও এসএসসি পরীক্ষায় পাশের হার বেশি। সফলতার ধারাবাহিকতা বজায় রেখেছে।
 ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনায় পাশের হারের দিক দিয়ে এবং জিপিএ ৫ প্রাপ্তিতে বিদ্যালয়টি আটঘরিয়া উপজেলায় ২য় স্থান অধিকার করেছে।
আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় পাশের হার ৯৬.৩৪ পেয়ে ১ম এবং পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় ৯৩.৮৮ পেয়ে ২য় হয়েছে।
 প্রতিষ্ঠানটি বর্তমানে অভিভাবকদের আস্থা অর্জন করেছে। প্রধান শিক্ষক মোঃ আফতাব হোসেন জানান,সকল শিক্ষক -শিক্ষিকা তাদের শ্রম, মেধা মননশীলতা ও সহানুভূতিশীলতা দিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলে। প্রতি বছরই এসএসসি পরীক্ষার ফলাফলে অত্র এলাকায় মধ্যে ভালো অবস্থানে থাকে।
তিনি আরো জানান, আমি এক ঝাঁক মেধাবি শিক্ষক, এসএমসি, অভিভাবক ও এলাকাবাসী দের নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যেন এই এলাকার শিক্ষার্থীদেরকে শহর এলাকার স্কুলগুলোর ন্যায় একাডেমিক শিক্ষাদান সহ নানামুখী প্রতিভার বিকাশ করতে পারি।
বিভিন্ন প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সফলতার অর্জন করা হয়। এবার সরাসরি ভাবে ৫ লক্ষ টাকা পুরস্কার পেয়েছি। তবে বিদ্যালয়টিতে একটি একাডেমিক ভবনের খুবই প্রয়োজন। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

Leave A Reply

Your email address will not be published.