পুঠিয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

0 ৮২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ পুঠিয়ায় ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উৎযাপন উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০ টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এই সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন।
এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও মৎস্য চাষীর সাথে মতবিনিময় করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ। এই মতবিনিময় সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণচিত্র প্রদশর্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য চাষী ইউসুপ আলী, কামরুল ইসলাম, ইমরান আলী, আব্দুল মজিদ, ওমর ফারুক  ও ও সাংবাদিকরা সহ  অনেকে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.