পুঠিয়ায় জমি-জমাকে কেন্দ্র করে প্রবাসীর বাড়ী হামলা ও লুটপাটের অভিযোগ

0 ৩১২

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় জমি-জমার বিবাদকে কেন্দ্র করে প্রবাসীর বাড়ী ভাংচুর, হামলা ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ব্যাপারে শিলমাড়িয়ার রাতোয়াল গ্রামের ঝড়না বেগম বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অভিযোগ দায়ের করে।

ঝড়না বেগম ও জাহেদ বেগম জানান, দীর্ঘ দিন থেকে জমি জমা বিরোধের জের ধরে শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের রাতোয়াল গ্রামের মমিনের বাড়ীতে জমি-জমার বিরোধের জের ধরে আরিফ ও ফিরোজের নেতৃত্বে ১২ জন হামলা ও লুটপাট চালায়। এ সময় ঝড়নার একটি ঘর ভাংচুর করে ১ লক্ষ টাকা আর ১ ভরি সোনা নিয়ে যায়। তাদের মারধর করে আহত করে।

এ সময় প্রবাসী ফারুকের স্ত্রী জাহেদ বেগম তাদেরকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাড়ীও ভাংচুর, হামলা ও লুটপাট করে। ৩ লক্ষ টাকা আর ১ ভরি সোনা নিয়ে যায়। এ সময় ঝড়না বেগম ও মমেনা বেগমকে মারধর করলে আহত হয়।

এ ঘটানায় মমিনের স্ত্রী ঝড়না বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ সোরওয়ার্দী হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দিয়েছে। থানার এসআই সনাতন বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে। আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.