পুঠিয়ায় টিসিবির পেঁয়াজ বিক্রয় শুরু

0 ৩৩০

পুঠিয়া প্রতিনিধি : ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) উদ্যােগে রাজশাহীর পুঠিয়ায় ন্যায্যমূল্যে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। লাইনে দাঁড়িয়ে একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন। সোমবার (০৯ ডিসেম্বর) সকাল ১১ থেকে খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: ওলিউজ্জামান।
পুঠিয়া উপজেলা কার্যালয় চত্বরে নির্ধারিত ডিলার মেসার্স মামুন ট্রেডার্স এর মাধ্যমে পুরোদমে পেঁয়াজ, সোয়াবিন তেল, মসুর ডাল এবং চিনি বিক্রি শুরু হয়। এসময় ক্রেতারা লম্বা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজসহ টিসিবির ৪ টা পণ্য ক্রয় করেন।

টিসিবির ডিলার মোজাম্মেল হক বলেন, সোমবার বিক্রির জন্যে এক টন পেঁয়াজ, চিনি ৫শ কেজি, সয়াবিন তেল ৩শ লিটার, মসুর ডাল ৫শ কেজি বরাদ্দ দিয়েছে টিসিবি।
খোলা বাজারে দাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। প্রতি কেজি পেঁয়াজের বিক্রয় মূল্য ৪৫ টাকা, চিনি ৫০ টাকা, তেল ১৬০ টাকা এবং মসুর ডাল ৫০ টাকা প্রতি কেজি দরে বিক্রি করা হবে। এদিকে, টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণীপেশার ভোক্তারা। বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির কার্যক্রম অব্যাহত রাখতে উপজেলা নির্বাহীর প্রতি অনুরোধও জানিয়েছেন তারা।
উপজেলা নির্বাহী অফিসার মো: ওলিউজ্জামান বলেন, ভোক্তাদের ক্রয় ক্ষমতা সহনীয় রাখতে খোলা বাজারে এই প্রথম পেঁয়াজ বিক্রি উদ্যোগ নেওয়া হয়েছে। সরবরাহ সাপেক্ষে বিক্রি কার্যক্রম অব্যাহত রাখা হবে।
এছাড়া খোলা বাজারে পেঁয়াজের ঊর্ধ্বগতি রোধ করতে টিসিবির এই বিপণন কার্যক্রম ইতিবাচক ভূমিকা পালন করবে।

Leave A Reply

Your email address will not be published.