পুলিশ একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের উপলক্ষে আলোচনা সভা

0 ৪৯২

 চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহী চারঘাটের সরদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতীসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন অর্জন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল তিনটায় প্রিন্সিপাল এর সাময়িক দায়িত্বে ডিআইজি এস এম আক্তারুজ্জামানের  সভাপতিত্বে পুলিশ একাডেমিতে চেমনি মেমোরিয়াল হলে আলোচনা সভার আয়োজন করা হয়।

 

এ সময় বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণ ভিডিও ক্লিপ প্রচার, সংস্কৃতি বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত ঐতিহাসিক ৭ ই মার্চের অনুষ্ঠানমালা প্রদর্শন এবং মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক ম্যাগাজিন প্রকাশিত বাংলাদেশ ‘এ সারপ্রাইজ ডিজিটাল লিডার এশিয়া’ এর বাংলা অনুবাদ পড়ে শোনানো হয়।

 

এছাড়া জাতী সংঘের মহাসচিব মিস্টার অন্টোনিও গুতিরেস কর্তৃক বাংলাদেশ উন্নয়নশীল দেশে মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ক্লিপ প্রদর্শনসহ ২০০৯ সাল হতে অদ্যবদী  বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ধারাবাহিক উন্নয়নের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী প্রিন্সিপাল অতিরিক্ত দায়িত্ব এস এম আক্তারুজ্জামান সভাপতিত্বে কর্মকর্তা ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্য বক্তব্য রাখেন।

 

এতে বাংলাদেশ পুলিশ একাডেমি সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল আজম। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি নওরোজ হাসান তালুকদার। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি মোখলেছুর রহমান, পুলিশ সুপার আনসার উদ্দিন খান পাঠান, পুলিশ সুপার ব্যারিস্টার মোশাররফ হোসেন, পুলিশ সুপার আবদুল কুদ্দুস চৌধুরী, পুলিশ সুপার মিজানুর রহমান, পুলিশ সুপার  ড. আব্দুস সোবহান, পুলিশ সুপার আনিসুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য দিবসের প্রথমার্ধে সকাল ৯ টায় বাংলাদেশ পুলিশ একাডেমী সারদা রাজশাহী  শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গার্ড অব অনার যথাযথ মর্যাদায় পুষ্পম্তবক অর্পন করা হয়।

 

 

Leave A Reply

Your email address will not be published.